জনতার মুখোমুখি শ্রীবরদীর চেয়ারম্যান প্রার্থীরা: দুর্নীতির সঙ্গে নিজেদের না জড়ানোর অঙ্গীকার

নির্বাচিত হলে অনিয়ম-দুর্নীতি না করার লিখিত অঙ্গীকার করেছেন শেরপুরের শ্রীবরদীতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সাত প্রার্থী। রবিবার (৯ মার্চ) শ্রীবরদী বাস টার্মিনাল মাঠে অনুষ্ঠিত জনতার মুখোমুখিঅনুষ্ঠানে তাঁরা এই অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এই অনুষ্ঠানের আয়োজন করে। সুজনের শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি সাংবাদিক রেজাউল করিম বকুল এতে সভাপতিত্ব করেন।

জনতার উদ্দেশে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিম দুলাল (বিএনপি সমর্থিত), খোরশেদ আলম ফর্সা (জাতীয় পার্টি সমর্থিত), নুরুজ্জামান বাদল (জামায়াত সমর্থিত), মো. সুরুজ্জামান, খন্দকার ফারুক আহাম্মেদ, ডা. আকরামুজ্জামান ও শফিকুল ইসলাম লিটন। প্রার্থীরা অনুষ্ঠান উপস্থিত সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন।

অসুস্থতার জন্য আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আশরাফ হোসেন খোকা ও স্বতন্ত্র প্রার্থী পারভেজ সরোয়ার অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি বলে জানান আয়োজকরা।

সুজনের সমন্বয়কারী দিলীপ সরকার, ময়মনসিংহ অঞ্চলের সমন্বয়কারী আসলাম হোসেন, সুজন শ্রীবরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহ মো. কোহিনুর হোসেন এবং স্থানীয় সাংবাদিক ও ভোটাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রেজাউল করিম বকুল জানান, চেয়ারম্যান প্রার্থীরা আচরনবিধি লঙ্ঘন না করা, নির্বাচনে কালো টাকা ব্যয় না করা এবং  নির্বাচিত হলে দুর্নীতি-অনিয়মের সঙ্গে নিজেদের না জড়ানোর অঙ্গীকার করেন।

 হাকিম বাবুল, শেরপুর, ৯ মার্চ ২০১৪