হাকিম বাবুল, শেরপুর, ১৯ মার্চ ২০১৪: বাংলাদেশের ভূ-সীমায় অবৈধ প্রবেশের দায়ে আটক ভারতীয় নাগরিক রংগু মুমিন (৩১) দীর্ঘ সাড়ে সাত বছর কারাবাসের পর দেশে ফিরে গেছেন। আজ দুপুরে শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে তাঁকে হস্তান্তর করা হয়। তাঁর বাড়ি ভারতের মেঘালয় রাজ্যর তুরা জেলার রাজাবাল থানার শালাভিলা গ্রামে।
বিজিবি ও পুলিশ সূত্রগুলো জানিয়েছে, ২০০৬ সালের ১০ অক্টোবর শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করলে রংগু মুমিন বিজিবির টহল দলের হাতে ধরা পড়ে। বিজিবি তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে বিচারে তাঁর এক বছর বিনাশ্রম কারাদণ্ড হয়।
মুমিনের সাজার মেয়াদ ২০০৯ সালের ৬ মে শেষ হয়। তবে প্রক্রিয়াগত জটিলতার জন্য তাঁর মুক্তি আরো প্রায় পাঁচ বছর বিলম্বিত হয়। সাজার আগে-পরে মিলিয়ে তাঁকে অতিরিক্ত সাড়ে ছয় বছর কারাগারে কাটাতে হয়। তিনি শেরপুর জেলা কারাগারে আটক ছিলেন।
আজকের হস্তান্তর অনুষ্ঠানে বিজিবি হাতিপাগার ক্যাম্পের সুবেদার সিরাজুল করিম, নালিতাবাড়ী থানার উপপরির্দশক আরিফ হোসেন, সহকারী উপপরির্দশক আব্দুল মোতালেব উপস্থিত ছিলেন। ভারতের পক্ষে ২৩ বিএসএফ কিল্লাপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার গুলজার সিং, ডালু পুলিশ ফাঁড়ির উপ-পরির্দশক (এসআই) এস আর মারাক প্রমুখ উপস্থিত ছিলেন।