দিনাজপুরে পৌনে ২ লাখ হেক্টর জমিতে বোরো চাষ, প্রায় ৭ লাখ মেট্রিক টন চাল উৎপাদনের প্রত্যাশা

রতন সিং, দিনাজপুর, ২২ মার্চ ২০১৪:  দিনাজপুর জেলায় এ মৌসুমে ১ লাখ ৭৫ হাজার ৮৫২ হেক্টর জমিতে বিভিন্ন জাতের বোরো ধান চাষ হয়েছে। স্থানীয় কৃষি অধিদপ্তর এ মৌসুমে ৬ লাখ ৯০ হাজার ৫০০ মেট্রিক টন চাল উৎপাদনের আশা করছে।

কৃষি অধিদপ্তরের উপপরিচালক আনোয়ারুল আলম জানান, এবার জেলার ১৩টি উপজেলার ১ লাখ ৭৫ হাজার ৬৭৯ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্য ছিল। ফলন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৬ লাখ ৮২ হাজার ৪০ মেট্রিক টন চাল।

মোট চাষকৃত জমির সিংহ ভাগেই উচ্চফলনশীল (উফশী) জাতের ধান লাগানো হয়েছে।  উফশী জাতের ধান চাষ হয়েছে ১ লাখ ৫৯ হাজার ১৩০ হেক্টরে। এছাড়া ১৬ হাজার ৭২২ হেক্টর জমিতে হাইব্রিড জাতের ধান লাগানো হয়। হেক্টর প্রতি ৩ দশমিক ৮১ মেট্রিক টন উফশী জাতের চাল এবং ৪ দশমিক ৭৭ মেট্রিক টন  হাইব্রিড জাতের চাল উৎপাদন প্রাক্কলন করা হয়েছে।

উপপরিচালক আরও জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠকর্মী এবং কর্মকর্তারা কৃষকদের প্রয়োজনী পরামর্শ ও সহায়তা দিচ্ছেন। এয়াড়া সেচের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, ডিজেল, রাসায়নিক সার, কীটনাশকসহ অন্যান্য উপকরণের দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।

চিরিরবন্দর উপজেলার রাজাবাজার গ্রামের কৃষক অনিলচন্দ্র দেব এবার তিন একর জমিতে বোরো চাষ করেছেন। এর মধ্যে এক একর জমিতে হাইব্রিড এবং দুই একর জমিতে ব্রিধান২৮, ব্রিধান১৬ ও মিনিকেট চাষ করেছেন। ফলন ভালো পাওয়ার সম্ভাবনা আশা করছেন তিনি। কারণ এবার এখন পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ ও উপকরণ প্রাপ্তিতে কোনো সমস্যা হয়নি।