নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনের বাড়িতে অবশেষে গতকাল শনিবার অভিযান চালিয়েছে পুলিশ। সেখান থেকে একটি রক্তমাখা মাইক্রোবাস (টয়োটা ব্রান্ডের হাইয়েস) ও চন্দন সরকারের ব্যবহূত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে ১১ জনকে। এছাড়া এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অন্য এক অভিযানে আরো দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
নজরুলসহ ৭ জন অপহূত হওয়ার পর থেকেই নূর হোসেনকে গ্রেফতারের দাবি জানিয়ে আসছিলেন নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি। নূর হোসেনের বাড়িতে অভিযান চালাতে এত দেরি হলো কেন—জানতে চাইলে পুলিশ সুপার ড. খন্দকার মুহিদ উদ্দিন বলেন, ‘এত দিন আমার কাছে খবর ছিল না। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালাই। আজ (শনিবার) ওই বাড়িতে কয়েকজন গোপনে বৈঠক করছে—এ রকম খবরের ভিত্তিতেই আমরা অভিযান চালাই।’