ব্রাজিল দলে নেই কাকা-রবিনহো-রোনালদিনহো

22441_thumb_brazil,
নিজেদের দেশে অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপের জন্য দল ঘোষনা করেছেন ব্রাজিলের কোচ লুইস ফেলিপে স্কলারি। ২৩ সদস্যের দলে বিশ্বকাপজয়ী দলের সদস্য নেই একজনও। বাদ পড়েছেন কাকা, রবিনহো ও রোনালনদিনহোর মতো তারকারা। তকে শঙ্কায় থাকা ডিফেন্ডার ম্বেকিন ঠিকই ২৩ সদস্যের দলে জায়গা করে নিয়েছেন।
২৩ সদস্যের ব্রাজিল দল:
গোলরক্ষক: হুলিও সিজার (টরন্টো এফসি), জেফারসন (বোটাফোগো), ভিক্টর (অ্যাটলেটিকো মিনেইরো)।
ডিফেন্ডার: দানি আলভেজ (বার্সেলোনা), মেইকন (েেরামা), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), ম্যাক্সওয়েল (পিএসজি), থিয়াগো সিলভা (পিএসজি), ডেভিড লুইজ (চেলসি), দান্তে (বায়ার্ন মিউনিখ), হেনরিক (নাপোলি)৷
মিডফিল্ডার: লুইস গুস্তাভো (ভলফসবুর্গ), হার্নানেস (ইন্টার মিলান), পাওলিনহো (টটেনহাম), রামিরেস (চেলসি), অস্কার (চেলসি), ফার্নান্দিনহো (ম্যানচেস্টার সিটি), উইলিয়ান (চেলসি)৷
ফরোয়ার্ড: নেইমার (বার্সেলোনা), হাল্ক (জেনিত), ফ্রেড (ফ্লুমিনেন্স), জো (অ্যাটলেটিকো মিনেইরো)৷