দক্ষিণ সুদানে সরকার ও বিদ্রোহী গ্রুপের মধ্যে যুদ্ধ বিরতির লক্ষ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় পূর্ব আফ্রিকার আঞ্চলিক জোট ইন্টারগভর্নমেন্টাল অথরিটি অন ডেভেলপমেন্ট বা আই-জি-এ-ডি এবং এর বর্তমান প্রধান ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হেইলেমারিয়াম ডেসালেনের মধ্যস্থতায় শুক্রবার রাতে প্রেসিডেন্ট সালভা কির ও বিদ্রোহী নেতা রিয়েক মাশার যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেন। আগামী ২৪ ঘন্টার মধ্যে যুদ্ধবিগ্রহ থামানো এবং দেশটিতে মানবিক সহায়তার অনুমোদন দেোয়াসহ একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়েও দুই পক্ষ সম্মত হয়েছে। খবর বিবিসি-র।
দক্ষিণ সুদানে জাতিগত সহিংসতা শুরুর পর এটাই দু পক্ষের প্রথম বৈঠক। এর মাধ্যমে একটি স্থায়ী যু্দ্ধবিরতিতে যাওয়ার সম্ভাবনা তৈরি হলো।
প্রেসিডেন্ট সালভা কির ও তাঁর সাবেক সহকারী রিয়েক মাশারের মধ্যে আধিপত্য বিস্তারের জের ধরে গত বছরের ডিসেম্বর থেকে দেশটিতে সংঘর্ষ সহিংসতা শুরু হয়।
রক্তক্ষয়ী সংঘর্ষে এ পর্যন্ত নিহত হয়েছে হাজার হাজার মানুষ, বাড়িঘর ছেড়ে পালিয়েছে লাখ লাখ মানুষ।