শ্রীবরদী আওয়ামী লীগের সংঘর্ষ: দু পক্ষের মামলায় দুই শতাধিক আসামি

শেরপুর ১৮ নভেম্বর ২০১৪, প্রতিনিধি : নবগঠিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে শেরপুরের শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের দু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় গ্রুপের পক্ষ থেকে পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় দুই শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, শ্রীবরদী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল আকন্দের বড় ভাই আলহাজ আকন্দ এবং উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন খোকার বড় ছেলে আসলাম শহিদ শাহিন বাদী হয়ে শ্রীবরদী থানায় দুটি মামলা দায়ের করেন। মামলায় ৭২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৩০ জনকে আসামি করা হয়েছে। রোববার ও সোমবার শেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে দু পক্ষ থেকে ৭৭ জন নেতা-কর্মীর নামে দ্রুত বিচার আইনে পৃথক আরও দুটি মামলা করা হয়েছে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, উভয় পক্ষের লিখিত অভিযোগের প্রেক্ষিতে মামলা রেকর্ড করে থানার উপপরিদর্শক  বশির আহমেদ বাদল ও  উপপরিদর্শক আবুল কালামকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

আলহাজ আকন্দের দায়েরকৃত মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এম এ মতিন, মোতাহারুল ইসলাম লিটন, যুবলীগ নেতা আসলাম শহিদ শাহিন, আহসান হাবিব শাকিলসহ ৪০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।

আসলাম শহিদ শাহিনের দায়েরকৃত মামলায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালেহ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী লাল মিঞা ও কৃষকলীগ সভাপতি আব্দুল কাদেরসহ ১৮ জনকে এজাহারভূক্ত আসামি করে অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটি গঠন নিয়ে গত ১১ নভেম্বর স্থানীয় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে উভয়পক্ষের ২০ নেতা-কর্মী আহন হয়।

মোহো.১৯/১১/২০১৪, ১৫:৫৬