কলাপাড়া, ৮ ডিসেম্বর ২০১৪, প্রতিনিধি: কলাপাড়ার জালনোটসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব। রোববার রাতে নীলগঞ্জ এলাকা থেকে র্যাব-৮ এর সদস্যরা মাকসুদ মজুমদারকে ১০ হাজার টাকার জালনোটসহ গ্রেফতার করে থানায় সোপর্দ করেছে। মাকসুদ (২৮) মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক সহ-সম্পাদক ছিলেন। সাবেক এই ছাত্রদল নেতার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মোহো. ১৮৩০