চিরিরবন্দরে গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার

দিনাজপুর, ৮ ডিসেম্বও ২০১৪, রতন সিং: চিরিরবন্দর থানার পুলিশ তিন রাউন্ড গুলিসহ পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে।

পুলিশ সূত্র জানায়, রোববার (৭ ডিসেম্বর) ভোরে ফতেহ জংপুর ইউনিয়নের ফেরুসাডাঙ্গার তিস্তা ক্যানেলের পূর্ব পাশে একটি বাড়ির বাঁশঝাড় থেকে আমেরিকান আরএনডি মডেলের পিস্তলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রওশন মোস্তফা জানান, পিস্তলের ব্যারেলে ‘অনলি আরমি সাপ্লাই’ লেখা রয়েছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এব্যাপারে চিরিরবন্দর থানায় জিডি করা হয়েছে।

মোহো ১৬১০