তথ্য অধিকার আইন প্রয়োগের ক্ষমতা শুধুমাত্র জনগণের: তথ্য কমিশনার

মধুপুর, ৮ ডিসেম্বর ২০১৪ আব্দুল্লাহ এহসান: তথ্য অধিকার আইন প্রয়োগের ক্ষমতা কেবল জনগণের। কারণ জনগণই হলো সকল ক্ষমতার উৎস।
তথ্য অধিকার আইন ও ভোক্তা অধিকার আইন দুটি ব্যতিরেকে সকল আইন প্রয়োগ হয় জনগণের উপর। আর এ আইন দুটি কেবল প্রয়োগ করার ক্ষমতা রয়েছে জনগেণর।
তথ্য কমিশনার নেপাল চন্দ সরকার গতকাল সোমবার (৮ ডিসেম্বর) ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত তথ্য অধিকার আইন সম্পর্কে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ধনবাড়ি উপজেলার ইউএনও হাবিব উল্লার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মীর ফারুক আহমাদ, উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবীর, উপজেলার শিক্ষা অফিসার মাহবুব জামান, প্রধান শিক্ষক মীর আশরাফ হোসেন, হাফিজুর রহমান তালুকদার, শহিদুল্লা প্রমুখ।