দিনাজপুর, ৮ ডিসেম্বর ২০১৪, প্রতিনিধি: দিনাজপুরে শীতের তীব্রতা বাড়ছে। গত দুদিন ধরে দুপুরের আগে সূর্যের মুখ দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পর সূর্য আবার ঢেকে যাচ্ছে কুয়াশায়। গত দুদিন ধরে হাল্কা হিমেল বাতাসে দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষেরা।
দিনাজপুরে কয়েকদিন ধরে তাপমাত্রা কমলেও তেমনি শীত অনুভূত হয়নি। কিন্তু গত দুদিন থেকে ঠান্ডা বাতাস বইতে শুরু করায় বেড়ে গেছে শীতের মাত্রা। কুয়াশার প্রভাব তেমনটি না থাকলেও হিমেল বাতাসে দূর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। গত দুদিন ধরে মাত্র ২-৩ তিন ঘন্টা সূর্য্যরে মুখ দেখা গেলেও গরমের উষ্ণতা নেই। শীতের হাত থেকে রক্ষা পেতে ছিন্নমূল মানুষেরা খরকুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। ছিন্নমূল মানুষেরা সরকারিভাবে গরম কাপড় সরবরাহ করার জন্যে অনুরোধ জানিয়েছেন।
দিনাজপুর আবহাওয়া অফিস বৃহস্পতিবার সর্বনি¤œ ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও শনিবার ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। আর রোববার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
গত দুদিন ধরে শীতের কারণে মানুষ তাদের দৈনন্দিন কাজে বিঘœ ঘটছে। হিমেল বাতাসের ঝাপ্টা শীতের প্রকোপ বাড়িয়ে দিয়েছে।
সদর উপজেলার জিয়ানগর এলাকার কৃষক হাসেম আলী জানান, এবারে শীতের সাথে সাথে এসেছে হিমেল হাওয়া। এ কারণে শীতের তীব্রতা বাড়ছে বলে জানান তিনি।
মোহো ১৬৩০