শ্রীবরদীতে নারীর ফাঁস দেওয়া লাশ, যৌতুকের জন্য হত্যার অভিযোগ

শেরপুর, ৮ ডিসেম্বর ২০১৪, প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে শিউলী বেগম (১৮) নামে এক নারীর ওড়নায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় শ্রীবরদী উপজেলার দহেরপাড় গ্রামে স্বামী বাড়িতে তার লাশ পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ রোববার শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

যৌতুকের জন্য শিউলীকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে বলে দাবি করে নিহতের পরিবার।

পুলিশ জানায়, দহেরপাড় গ্রামের হেলাল উদ্দিনের সঙ্গে মাত্র দেড় মাস আগে মুন্সীপাড়া গ্রামের শিউলীর বিয়ে হয়। বাবার বাড়ি থেকে বেড়িয়ে শুক্রবার বিকেলে শিউলী স্বামীর বাড়ি আসে। শনিবার সন্ধ্যায় ঘরের একটি বাশেঁর সাথে গলায় ওড়নার ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ পাওয়া যায়।

শিউলীর বাবা আবু সাঈদ বলেন, মেয়ের সুখের জন্য বিয়ের সময় বেশকিছু টাকা যৌতুক দিলেও তার স্বামী আরও ১০ হাজার টাকা যৌতুক দাবি করে আসছিল। যৌতুক না দেওয়ায় শিউলীকে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

শিউলীর শ্বাশুড়ি সুফিয়া খাতুন জানান, শনিবার সন্ধ্যায় সে গলায় ওড়না প্যাঁচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করে। পরে তারা ঝুলন্ত লাশ উদ্ধার করে।

শ্রীবরদী থানার উপ-পরিদর্শক বশির আহমেদ বাদল বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে নিহতের বাবা তার মেয়েকে হত্যা করা হয়েছে বলে লিখিত অভিযোগ করেছেন। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে। থানার উপ-পরিদর্শক জানান, ময়নাতদন্তের রিপোর্টে হত্যার আলামত মিললে নিয়মিত মামলা রুজু হবে।

মোহো ১৬৪২