সিডরে বিধ্বস্ত কলাপাড়ার ডালবুগঞ্জ সেতুর নির্মাণ শেষ

কলাপাড়া, ১১ ডিসেম্বর ২০১৪, মিলন কর্মকার রাজু: ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরের আঘাতে বিধ্বস্ত কলাপাড়ার ডালবুগঞ্জ সেতুর পুননির্র্মাণ কাজ শেষ হয়েছে। সেতু নির্মিত হওয়ায় সাত বছর পর ডালবুগঞ্জ, মিঠাগঞ্জ ও মহীপুর ইউনিয়নের সঙ্গে উপজেলা সদরের সরাসরি যোগাযোগ স্থাপিত হলো।

নবনির্মিত ডালবুগঞ্জ সেতু। ছবি: মিলন কর্মকার
নবনির্মিত ডালবুগঞ্জ সেতু। ছবি: মিলন কর্মকার

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ৩ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করে।

মোহো, ১৪:০২