রায়পুর, ১১ ডিসেম্বর, ২০১৪, মাহবুবুল আলম মিন্টু: রায়পুর উপজেলার হায়দরগঞ্জ বাজারে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে। সোমবার গভীর রাতে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনায় পাঁটি দোকান ভাংচুর করা হয়। মোবাইল ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানায়।
গুরুতর জখম শাহজাহান ও মানিক নামের দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মহিন উদ্দিন মঙ্গলবার দুপুরে রায়পুর থানায় একটি মামলা করেছেন।
মোহো. ১৫.৪০