রতন সিং, ১৪ ডিসেম্বর, ২০১৪ : দিনাজপুরে শীতে আক্রান্ত হয়ে ১০ মাসের শিশুর মৃত্যু হয়েছে। গত কয়েকদিনের প্রচণ্ড শীতে দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
দিনাজপুর জেনারেল হাসপাতাল সূত্রে জানাগেছে, শনিবার ( ১৩ ডিসেম্বর) সকালে বীরগঞ্জ উপজেলার দগদমা গ্রামের আব্দুর রহমানের ১০ মাসের শিশু পুত্র আজিজ শীতজনিত রোগে আক্রান্ত হয়ে দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়। ভর্তির কিছুক্ষণ পর শিশুটি মারা যায়।
হাসপাতালের চিকিৎসক ডা. ওয়াহেদ জানান, তীব্র শীতের কারণে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে।
বিভিন্ন সূত্রে জানা যায়, সরকারি-বেসরকারি পর্যায়ে এবং বিভিন্ন সংগঠন শীতার্ত জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছে।
মোহো.১২.৫৮