ধনবাড়ী, ১৪ ডিসেম্বর ২০১৪: উত্তর টাঙ্গাইলের শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক মুহাম্মদ আখতার স্মরণে ১৪ ডিসেম্বর রোববার ধনবাড়ী ইয়ূথ ক্লাবের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মীর ফারুক আহমাদ ফরিদ। অন্যান্যের মধ্যে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন পৌর মেয়র খোন্দকার মুঞ্জুরুল ইসলাম তপন, শহীদ আখতারের ছোট ভাই মীর আশরাফ হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন কালু, ইয়ূথ ক্লাবের সাধারণ সম্পাদক রাকিব হাসান প্রমুখ।
১৯৭১ সালের ১৮ ডিসেম্বর রায়ের বাজার বধ্যভূমিতে অন্যান্যদের সাথে তার গুলিবিদ্ধ হাত-পা বাঁধা মৃতদেহ পাওয়া যায়। ১৯ ডিসেম্বর রায়ের বাজারে তাকে সমাহিত করা হয়।
মোহো. ১৬.২৫