কম্বল পেলেন নালিতাবাড়ীর ৭০০ প্রতিবন্ধী

 desher khobor

নালিতাবাড়ী, ১৪ ডিসেম্বর ২০১৪, এম. সুরুজ্জামান,: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শনিবার (১৩ ডিসেম্বর) বয়স্ক প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন সুত্র জানায়, উপজেলায় ৭২৩ জন বয়স্ক প্রতিবন্ধীর মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চত্বরে দুপুরে জেলা প্রশাসক মো. জাকির হোসেন বয়স্ক প্রতিবন্ধীদের হাতে কম্বল তুলে দেন। এ সময় সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদ মোল্লা, আওয়ামী লীগ নেতা মো. জিয়াউল হক, আব্দুস সবুর প্রমুখ বক্তব্য রাখেন।