শেরপুর, ১৫ ডিসেম্বর ২০১৪, প্রতিনিধি : ওরা ১১ জন সংঘবদ্ধ জুয়াড়ি দল। সবাই নালিতাবাড়ী পৌরশহরের কালিনগর গ্রামের বাসিন্দা। জুয়ার আসর থেকে পুলিশ গ্রেফতার করে সবাইকে ১৩ ডিসেম্বর শনিবার আদালতে পাঠিয়েছে।
পুলিশ সুত্র জানায়, থানার উপ-পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে শেখ ফরিদ (৩০), তাজেল মিয়া (২২), মন্তাজ আলী (২৪), জাহিদ (২২), মো. করিম আলী (২৩), নুরুজ্জামান (২৫,) ফালা মিয়া (২৩), তারা মিয়া (২১), শাহীন মিয়া (২১), উসমান গণি (২৫) ও সুরুজ আলীসহ (৫২) ১১ জন গ্রেফতার।
এদের বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মোহো. ১৬.৫০