ধনবাড়ী, ১৪ ডিসেম্বর ২০১৪: টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ীতে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বয়স্ক নারী-পুরুষ ও শিশুরা শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে। মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছে।
সরেজমিনে মধুপুর গড়াঞ্চলের ও ধনবাড়ীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মধুপুরের পিরোজপুর, অরণখোলা, শোলাকুড়ী, মমিনপুর, আম্ববাড়ীয়া, আলোকদিয়া, আউশনারা, গোলাবাড়ী এবং ধনবাড়ী উপজেলার মুশুদ্দি, উখারিয়াবাড়ি, বীরতারা, বানিয়াজান, নরিল্যা ও ভাইঘাট এলাকায় তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না।
সরেজমিনে ঘুরে দেখা যায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি গ্রামাঞ্চলে কম। দুস্থ ও শীতার্ত মানুষ শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কাঠ, খড়, শুকনো লতা-পাতা দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।
অপরদিকে, তীব্র শীতের কারণে গরম কাপড়ের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। গরম কাপড়ের বাজারে দেখা গেছে প্রচন্ড ভীড়। নিম্ন আয়ের মানুষেরা গরম কাপড়ের বাজারে ভীড় জমাচ্ছে। খুচরা বিক্রেতারা জানান, গত বছরের তুলনায় এবার শীতবস্ত্রের বিক্রি অনেক বেড়েছে।