কৃষি সাংবাদিকতা কোর্স চালু বিষয়ে ঢাবি ও ক্যাটালিস্ট এর মধ্যে সমঝোতা স্মারক সই

কৃষি সাংবাদিকতা বিষয়ে পূর্ণাঙ্গ কোর্স চালুর লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও কৃষি উন্নয়ন প্রকল্প ক্যাটালিস্ট-এর মধ্যে আজ ১৭ ডিসেম্বর বুধবার একটি সমঝোতা স্মারক সই হয়েছে। উপাচার্যের কার্যালয়ে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন এবং ক্যাটালিস্ট-এর মহাব্যবস্থাপক মার্কাস এহমান।

Photographer-Md.Jakir Hossain (2)এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শফিউল আলম ভূঁইয়া, ক্যাটালিস্ট-এর ক্রস সেক্টর প্রধান আশফাক এনায়েতুল্লাহসহ কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যম বিষয়ক প্রতিষ্ঠান সমষ্টির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের স্নাতক শিক্ষার্থীদের জন্য কৃষি সাংবাদিকতা বিষয়ে পূর্ণাঙ্গ কোর্স প্রণয়ন ও পরিচালনায় সহযোগিতা করছে ক্যাটালিস্ট। শিক্ষক ওরিয়েন্টেশন, প্রদর্শনী ক্লাস, পাঠ উপকরণ উন্নয়ন, কর্মশালা পরিচালনা এবং অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা থাকবে।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিসৌরির কৃষি সাংবাদিকতার শিক্ষক উইলিয়াম এইচ. অ্যালেন ক্যাটালিস্ট-এর সহযোগিতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের তত্ত্বাবধানে দেশের শিক্ষক, শিক্ষার্থী, কৃষিবিদ ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে পরামর্শ করে একটি কোর্স কারিক্যুলাম এবং হ্যান্ডবুক তৈরি করেছেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি উন্নয়ন প্রকল্প ক্যাটালিস্টকে এ কার্যক্রমে সহায়তা দিচ্ছে দাতাগোষ্ঠী ডিএফআইডি, ড্যানিডা এবং এসডিসি। সমষ্টি কার্যক্রমটি বাস্তবায়নে ক্যাটালিস্টকে সহায়তা করছে।

বিজ্ঞপ্তি