কামারুজ্জামানের লাশ শেরপুরে দাফন না করার ঘোষণা

শেরপুর, ১৬ ডিসেম্বর ২০১৪, প্রতিনিধি : মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুহাম্মদ কামারুজ্জামানের লাশ শেরপুরে দাফন করতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন মুক্তিযোদ্ধারা।

বিজয় দিবস উপলক্ষে দুপুরে জেলা প্রশাসন শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা সভায় এ ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে জামায়াত নেতা কামারুজ্জামানের স্ত্রীর বড়ভাই এবং জেলা মুক্তিযাদ্ধা সংসদের কমান্ডার নুরুল ইসলাম হিরু ৩১ ডিসেম্বরের মধ্যে কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরের দাবি জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকার দলীয় হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান আতিক এমপি। জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মেহেদুল করিম, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু ও পৌর মেয়র হুমায়ুন কবির রুমান।

মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর আন্তর্জাতিক  অপরাধ ট্রাইবুনাল জামায়াত নেতা  কামারুজ্জামানের ফাঁসির রায় দেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগও এই রায় বহাল রাখেন।
মোহো. ১৩.১০