কলাপাড়ায় মহিষের লড়াই

কলাপাড়া, ১৯ ডিসেম্বর ২০১৪, প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মহিষের লড়াই অনুষ্ঠিত হয়েছে।  টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে  এ লড়াই দেখতে শুক্রবার সকালে বিভিন্ন এলাকার কয়েক হাজার নারী-পুরুষ-শিশু জড়ো হয়।  দুটি মহিষের মধ্যে প্রায় দশ মিনিট লড়াইয়ে মন্টুর পালিত মহিষটি বিজয়ী হয়।

মহিষ লড়াইয়ের একটি মুহূর্ত। ছবি: মিলন কর্মকার
মহিষ লড়াইয়ের একটি মুহূর্ত। ছবি: মিলন কর্মকার

মহিষের মালিক সোহেল মিরা ও রিমু মিরা জানান, বছর তিনেক আগে বরগুনার আমতলী থেকে তিন লাখ টাকা দিয়ে  মহিষ দুটি কেনেন তারা। এগুলোকে লড়াই শেখান মন্টু  ও ইউসুফ নামের দুজন রাখাল। অন্যান্যদের মধ্যে মহিষের লড়াই দেখতে আসেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল ও টিয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামান কোক্কা।

উল্লেখ্য, সারাদেশে ষাঁড়-ছাগল-মুরগির লড়াই ও কুকুর নিধন বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে ১৪ ডিসেম্বর রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ একটি রিট আবেদনের প্রেক্ষিতে তিন সপ্তাহের মধ্যে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিবাদীদের ‍রুলের জবাব দিতে বলা হয়েছে।