ঝিনাইদহ, ১৯ ডিসেম্বর ২০১৪, প্রতিনিধি: মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের আলপনা (২১) নামের এক নারী বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার ভোরে তার লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল পাঠিয়েছে পুলিশ। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আলপনা ওই গ্রামের সুলতান আহমেদের মেয়ে। তার চাচা আলমগীর হোসেন দাবি করেন, আলপনা ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেন। তবে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আলপনা ধর্ষণের শিকার হয়েছে এরকম কোনও তথ্য তাদের জানা নেই।
আলমগীর জানান, এ বছরের মে মাসে স্বামীর সঙ্গে আলপনার ছাড়াছাড়ি হয়। সম্প্রতি মংলা নামের এক প্রতিবেশী সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আলপনা বিভিন্ন সময় মংলাকে বিয়ে করার জন্য বললেও মংলা রাজি হয়নি।
বৃহস্পতিবার রাতে মংলা আলপনাকে ঘর থেকে ডেকে নিয়ে ধর্ষণ করে বলে দাবি করেন আলমগীর হোসেন। এরপর বিষ খেয়ে তিনি আত্মহত্যা করেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছেন তারা।