কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলী হাসপাতালে

কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শনিবার যুক্তরাষ্ট্রের লুইজভিলের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে অসুখ তেমন তীব্র নয় বলে জানিয়েছেন তার মুখপাত্র বব গানেল। তাকে অল্প সময়ের জন্য হাসপাতালে থাকতে হতে পারে। তার অবস্থা স্থিতিশীল রয়েছে। খবর এপি’র।

বক্সিং হেভিওয়েটে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন দীর্ঘদিন ধরে পারকিনসন’স রোগের সঙ্গে লড়াই করছেন।

তবে ৭২ বছর বয়সী এই জনপ্রিয় ক্রীড়াবিদ  কোন হাসপাতালে ভর্তি হয়েছেন তা জানানো হয়নি। অসুস্থতার জন্য মোহাম্মদ আলী সাম্প্রতিক বছরগুলোতে জনসমক্ষে আসা একেবারেই কমিয়ে দিয়েছেন।