কিশোরগঞ্জ, ১৮ ডিসেম্বর ২০১৪, মোস্তফা কামাল: ভৈরবের বিএডিসির গুদাম থেকে প্রায় আট কোটি টাকার সার সরানোর অভিযোগে গুদাম রক্ষক খুর্শেদ আলমকে পাঁচ দিনের রিমাণ্ডে নেওয়া হয়েছে। বুধবার কিশোরগঞ্জের আদালত তার রিমাণ্ড মঞ্জুর করেন। গত মঙ্গলবার দুপুরে ঢাকার মিরপুর থেকে খুর্শেদকে গ্রেফতার করা হয়।
দুদক ময়ময়নসিংহ অঞ্চলের তদন্ত কর্মকর্তা পাল কমল চন্দ্র আদালতে তার ১০ দিনের রিমাণ্ডের আবেদন করলে আদালত পাঁচ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন। এর আগে এ ঘটনার প্রধান আসামি ভৈরব গুদামের সহকারী পরিচালক (সার) রেজাউল করিমকে সাত দিনের রিমাণ্ড শেষে বুধবার কারাগারে পাঠানো হয়।
গত কয়েক বছরে ভৈরব গুদাম থেকে ৪ হাজার ৬৩০ মেট্রিক টন (৯২ হাজার ৬১৬ বস্তা) টিএসপি, পটাশ ও ডিএপি সার লোপাট হয়ে যায়। সারের মূল্য প্রায় আট কোটি টাকা।