কোটি টাকার হেরোইনসহ দিনাজপুরে একজন গ্রেফতার

দিনাজপুর, ২০ ডিসেম্বর ২০১৪, প্রতিনিধি:  দিনাজপুরে শনিবার ভোররাতে অভিযান চালিয়ে প্রায় এক কেজি হেরোইনসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হেরোইনের আনুমানিক দাম এক কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ । এ নিয়ে সদর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেকুজ্জামান জানান, সদর উপজেলার ভবাইনগর মোড়ের একটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে ফরিদা বেগম (৩০) নামের একজনকে হেরোইনসহ আটক করা হয়।  ফরিদার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী থানার মহিষালাবাড়ী গ্রামে।  বিকেলে ফরিদাকে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. তৌহিদুল ইসলামের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।  আদালত রোববার এ বিষয়ে  শুনানি করবে।

রংপুর বিভাগীয় পুলিশের রেঞ্জের উপ-মহাপরিদর্শক হুয়ামুন কবির এবং দিনাজপুরের পুলিশ সুপার মো. রুহুল আমিন জব্দকৃত হেরোইন দেখতে থানায় আসেন।