শেরপুর, ২১ ডিসম্বের ২০১৪, প্রতিনিধি: তেল, গ্যাস এবং বিদ্যুতের মূল্য স্থিতিশীল রাখার দাবিতে এবং পাকিস্তানের পেশোয়ারে জঙ্গি হামলায় শিশু হত্যার প্রতিবাদে সম্মিলিত সামাজিক আন্দোলন মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
শেরপুর জেলা শাখার আয়োজনে শনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে শেরপুর জেলা শাখার সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য আজাহার আলী, শওকত হোসেন, কবি তালাত মাহমুদ, সাংবাদিক মুগনিউর রহমান মনি, মমিনুল ইসলাম মমিন প্রমুখ বক্তব্য রাখেন।