চাঁপাইনবাবগঞ্জ, ২১ ডিসেম্বর ২০১৪, হাবিবুর রহমান: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছে ও অন্য একজন গুরুতর আহত হয়েছে। রোববার সকালে রহনপুর-পোরশা সড়কের এনায়েতপুরে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী বাবু (৩২) ও বাবলু (৩০) মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাদের উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় বাবু মারা যায়। সে আলিনগর গ্রামের তাইজুদ্দিন ইসলাম সেতুর ছেলে। বাবলুর বাড়িও একই গ্রামে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ বাসের চালক ও হেলপারকে আটক করেছে।