বিসিবি ইয়ং টাইগার্স অনুর্ধ্ব ১৪ ক্রিকেট: উদ্বোধনী খেলায় ময়মনসিংহ জয়ী

শেরপুর, ২১ ডিসেম্বর ২০১৪, প্রতিনিধি: বিসিবি ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৪  ক্রিকেট প্রতিযোগিতায় ময়মনসিংহ অঞ্চলের উদ্বোধনী খেলায় শনিবার ময়মনসিংহ জেলা দল ১৭ রানে জামালপুরকে হারিয়ে দিয়েছে।  শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় শেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে  বয়সভিত্তিক এ প্রতিযোগিতা শুরু হয়।  শেরপুর ভেন্যুতে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও মানিকগঞ্জ জেলা দল  খেলছে।

জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন। এ সময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুকসেদুর রহমান হিমু, ক্রিকেট সম্পাদক নাজিমুল হক নাজিম, ডিএফএ সম্পাদক মানিক দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।