শেরপুর, ২১ ডিসেম্বর ২০১৪, প্রতিনিধি: শেরপুর চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
নির্বাচনে ১৯ পরিচালকের মধ্যে মুক্তিযোদ্ধা মো. মাসুদ ও হাজী হায়দার আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্যরা হলেন তাপস সাহা, খুরশীদ আলম মিঠু, অটলেষ মালাকার, হাজী চাঁন জোয়ার্দার, কানু চন্দ্র চন্দ, আসাদুজ্জামান রওশন, শহিদুল্লাহ শহিদ, তৌহিদুর রহমান পাপ্পু, বশিরুল ইসলাম সেলু, মনিরউদ্দিন আহম্মেদ মনি, অজয় চক্রবর্তী, মো. সিদ্দিকুর রহমান, নির্মল কুমার সাহা, হাসান মো. কিবরিয়া পিপন, সারোয়ার হোসেন, বজলুর রহমান ও মহিউদ্দিন আহমেদ মামুন। কার্যনির্বাহী পরিষদের পরিচালকরা ২৪ ডিসেম্বর চেম্বারের সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত করবেন।