শেরপুর, ২১ ডিসেম্বর ২০১৪, এম. সুরুজ্জামান: শ্রীবরদীর পোড়াগড়-ভটপুর রাস্তায় সামাজিক বনায়নের আওতায় লাগানো পাঁচটি আকাশমনি গাছ কেটে নিয়ে গেছে স্থানীয় লিয়াকত আলী এবং তার ছেলে উকিল। বুধবার ও বৃহস্পতিবার গভীর রাতে তারা গাছ কেটে সরিয়ে ফেলে। গাছগুলোর প্রতিটির বাজার মূল্য এক হাজার টাকার বেশি হবে বলে স্থানীয়রা জানান। এ ঘটনায় তাতিহাটির গণ্যমান্যরা শুক্রবার সকালে সালিশ করেছে।