শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ বিষয়ে কলাপাড়ায় কর্মশালা

কলাপাড়া, ২৩ ডিসেম্বর ২০১৪, প্রতিনিধি: শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রমের ওপর জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে  কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্ত ডা. আব্দুর রহিম, অধ্যক্ষ দেলওয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান আবদুল মালেক খান, সাংবাদিক মেজবাহউদ্দিন মাননু, নেছারউদ্দিন আহমেদ টিপু, জীবন কুমার মন্ডল, এসএম মোশারফ হোসেন মিন্টু, অমল মুখার্জী, মিলন কর্মকার রাজু, অধ্যক্ষ সিরাজুল ইসলাম, প্রভাষক নাজমা আক্তার, শিক্ষিকা পিয়ারা বেগম, আসমা বেগম, সাহিদা বেগম প্রমুখ।

মোহো. ১৬.৫৫