তারেকের বক্তব্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ

লক্ষ্মীপুর, ২৩ ডিসেম্বর ২০১৪,  আতোয়ার রহমান মনির: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদ করেছেন লক্ষীপুরের মুক্তিযোদ্ধারা। তারেক রহমানের বিচারও চেয়েছেন তারা। আজ (মঙ্গলবার) সকালে লক্ষ্মীপুর জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের উদ্যোগে জেলা শহরের  মুক্তিযোদ্ধা ইউনিট কার্যালয়ের সামনে এক মানববন্ধনে মিলিত হন মুক্তিযোদ্ধারা। এতে সব উপজেলা থেকে মুক্তিযোদ্ধারা যোগ দেন। এসময় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আনোয়ারুল হক মাস্টটার, মনা বাকশাল, জাহাঙ্গীর আলম,মাহাবুব আলম প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মুক্তিযোদ্ধারা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।