নোয়াখালী প্রেসক্লাব নির্বাচন: ইউসুফ সভাপতি, রুদ্র সাধারণ সম্পাদক

দৈনিক ইত্তেফাকের আলমগীর ইউসুফ  এবং সমকালের মাহমুদুল হাছান রুদ্র মাসুদ নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ (মঙ্গলবার) নোয়াখালী প্রেসক্লাবের কাযনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
 10881960_1575547442657419_1560804737691720686_n
সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রেসক্লাব প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলে। নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী মুহম্মদ রফিক উল্যা। 
 
সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান চৌধুরী (দৈনিক সংবাদ) ও শাহ এমরান মো. ওসমান সুজন (সোনালী জমিন)।  অধ্যাপক গিয়াস উদ্দিন ফরহাদ (দৈনিক জনকন্ঠ), আবু নাছের মঞ্জু (দৈনিক যায়যায়দিন) ও নুরুল আমিন (বাংলা ভিশন) সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া  জামাল হোসেন বিষাদ (বৈশাখী টিভি) ও আকবর হোসেন সোহাগ (বাংলাদেশ প্রতিদিন) যু্গ্ম সাধারণ সম্পাদক, ডা. বোরহান উদ্দিন (দৈনিক সংগ্রাম) কোষাধ্যক্ষ এবং আবদুর রহিম (এসএটিভি) ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।