লক্ষীপুর, ২৩ ডিসেম্বর ২০১৪, প্রতিনিধি: সাংবাদিক নির্যাতনের ঘটনায় লক্ষ্মীপুরের কমলনগরের সাংবাদিকরা বিক্ষোভ করেছেন। আজ (মঙ্গলবার) কমলনগর প্রেসক্লাবের সামনে স্থানীয় সংবাদকর্মীরা নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। পরে তারা কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ঘটনার বিচার চেয়ে স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে কমলনগরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিরাও যোগ দেন।

গত ২১ ডিসেম্বর রাতে উপজেলার ফজুমিয়ারহাট বাজারে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন রাজু ও তার লোকজন মোখলেছুর রহমান ধনুকে নির্মমভাবে লাঠিপেটা করে। ধনু লক্ষ্মীপুরের দৈনিক মালঞ্চ ও দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ধনুকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। ধনু অভিযোগ করেন, চরকাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার প্রাণনাশের চেষ্টা চালিয়েছিল।