চাঁপাইনবাবগঞ্জ, ২২ ডিসেম্বর ২০১৪, হাবিবুর রহমান: গোমস্তাপুরে ২ হাজার ৪০০ বোতল ফেনসিডিলসহ উপজেলার বাঙ্গাবাড়ী আনারপুর এলাকার জেন্টু মিয়া (৩৫) ও তারেফ আলী (৩০) নামের দুজনকে আটক করেছে র্যাব-৫ এর সদস্যরা। র্যাব-এর ক্যাম্প কমান্ডার মেজর কামরুজ্জামান পাভেল জানান, র্যাবের একটি দল শনিবার রাতে আনারপুর এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডলসহ তাদের আটক করে। এরা দীর্ঘ দিন থেকে ফেনসিডিলসহ মাদক ব্যবসার সঙ্গে জড়িত।