কলাপাড়ায় নারীকে কুপিয়ে হত্যা

কলাপাড়া, ২৪ ডিসেম্বর ২০১৪, প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় এক নারীকে (৩৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। তার পরিচয় জানা যায়নি।

আজ (বুধবার) বিকেলে গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মোস্তফাপুর গ্রামের উশ্যিতলা খালের পাড় থেকে তার মৃতদেহ উদ্ধার করে।

মঙ্গলবার রাতে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পুলিশের ধারণা। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দা ও একটি হাতুড়ি উদ্ধার করেছে। কলাপাড়া থানার ওসি মো. আজিজুর রহমান জানান, নিহত নারীর বুকে ও মাথায় দায়ের কোপ রয়েছে। তার পরনে হলুদ রঙের প্রিন্টের জামা রয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহ পটুয়াখালী পাঠানো হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।

শিশু হত্যার আসামি গ্রেফতার

প্রায় দু মাস পর ছয় বছরের শিশু সুমি হত্যার আসামি জলিল পাহোলানকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মহীপুর ইউনিয়নের নিজামপুর গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তবে এ হত্যাকাণ্ডের প্রধান আসামি খলিল পাহোলান এখনও পলাতক।

গত ৪ নভেম্বর রাতে নিজামপুর গ্রামের হামিদ মৃধার শিশুকন্যা সুমিকে হত্যা করা হয়। খুনিরা সুমির মাথা, হাত ও পা ছয় টুকরা করে ধান ক্ষেতের মধ্যে ফেলে রাখে। সুমি নিজামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে পড়ত।

হত্যাকাণ্ডের পর বিভিন্ন মানবাধিকার সংগঠনসহ স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা প্রতিবাদ জানায়। স্কুলের পাঠদান ১৫ মিনিট বন্ধ রেখে একযোগে উপজেলার ২০৭টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩৫ হাজার ছাত্র-ছাত্রী মানববন্ধন ও বিশেষ প্রার্থনা করে।

হত্যার পরদিন সুমির বাবা খলিল পাহোলানকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরির্শক মোহাম্মদ জাফর সাংবাদিকদের জানান, মূল আসামিকে গ্রেফতারের জন্য তাদের অভিযান অব্যাহত রয়েছে।