জঙ্গি হামলায় ভারতের আসামে ৬৫ জন নিহত

ভারতের আসাম রাজ্যে জঙ্গি হামলায় নারী ও শিশুসহ অন্তত ৬৫ জন নিহত হয়েছে। মঙ্গলবার আসামের দুই জেলার পাঁচটি স্থানে নিষিদ্ধ সংগঠন ন্যাশনাল ডেমোক্রটিক ফ্রন্ট অব বোড়োল্যান্ডের (এনডিএফবি) একটি গ্রুপের সদস্যরা গুলি চালিয়ে এসব মানুষদের হত্যা করে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

নিহতদের বেশিরভাগই আদিবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতে সেনাবাহিনী তলব করা হয়েছে।

এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ (বুধবার) আসামের বিভিন্ন স্থানে আদিবাসীরা বিক্ষোভ করছে। আদিবাসীরা চিরাগ জেলায় দুজন বোড়োকে হত্যা করেছে। তারা বোড়ো অধ্যুষিত দুটি গ্রামও জ্বালিয়ে দেয়। বিক্ষোভের সময় পুলিশের গুলিতে অন্তত তিনজন আদিবাসী মারা গেছে।

পুলিশ বলছে, আসামের উত্তরাঞ্চলের সনিতপুর জেলায় মাইতালুবস্তিতে মঙ্গলবার বিকেল ৫টার দিকে হত্যাকাণ্ড শুরু হয়। ভুটান-অরুণাচল সীমান্তের এ জেলার একটি সংরক্ষিত বনের ভেতর থেকে ২৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। সনিতপুরের আরও দুটি গ্রামে অন্তত ১০ জনকে হত্যা করা হয়

মাইতালুবস্তিতে হামলার কিছুক্ষণ পর পশ্চিমবঙ্গ সীমান্তের কোকরাঝাড় জেলার পাখরিগুরি গ্রামে তিনজনকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। এ জেলার উল্টাপানি গ্রামে আরও ছয়জনকে হত্যা করা হয়।

সোমবার এক নিরাপত্তা অভিযানে এনডিএফবির দুজন শীর্ষ নেতা মারা যায়। ওই অভিযানের প্রতিশোধ হিসেবেই সংগঠনটি হামলা চালিয়ে থাকতে পারে বলে পুলিশের ধারণা।