জাপানের প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হলেন শিনজো অ্যাবে

নতুন মেয়াদের জন্য জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শিনজো অ্যাবে। আজ (বুধবার) পার্লামেন্টের নিম্নকক্ষ বিশেষ অধিবেশনের ভোটাভুটিতে তাকে প্রধানমন্ত্রী নির্বাচন করে। খবর এপি ও খালিজ টাইমস-এর।

বর্তমান প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ৪৭০ ভোটের মধ্যে ৩২৮ ভোট পেয়েছেন। তার দল লিবারেল ডেমোক্র্যাটস-এর ৩২৬ ভোট ছাড়াও তিনি আরও দুটি ভোট পান।

এ নির্বাচনের ফলে তিনি ‘অ্যাবেনোমিক্স’ নামে পরিচিত তার অর্থনৈতিক সংস্কার কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য নতুন করে অনুমোদন পেলেন। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপান কয়েক বছর ধরে অর্থনৈতিক টানাপোড়েন মোকাবেলা করছে।

ভোটে জেতার পর অভিবাদন গ্রহণ করছেন শিনজো অ্যাবে।
ভোটে জেতার পর অভিবাদন গ্রহণ করছেন শিনজো অ্যাবে।