নালিতাবাড়ী, ২৪ ডিসেম্বর ২০১৪, প্রতিনিধ:শেরপুরের নালিতাবাড়ীর নন্নী ও রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠিত হয়েছে।
মাহমুদ হোসেনকে সভাপতি ও ডা. বিল্লাল হোসেন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে নন্নী ইউনিয়ন আওয়ামী লীগের ৬৫ সদস্যের কমিটি গঠিত হয়।
রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হয়েছেন তোফাজ্জল হোসেন এবং সাধারণ সম্পাদক জোয়াদ আলী। এ কমিটির সদস্য সংখ্যাও ৬৫।
এর আগে গঠিত রামচন্দ্রকুড়া ইউনিয়ন কমিটিসহ উপজেলার ১২ ইউনিয়নের তিনটির কমিটি গঠিত হলো।
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের বিভিন্ন অধিবেশনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানু, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির কো-চেয়ারম্যান আব্দুস সবুর, বিপ্লব বর্মণ প্রমুখ বক্তব্য রাখেন। সন্মেলন প্রস্তুতি কমিটির কো-চেয়ারম্যান জিয়াউল হক সভাপতিত্ব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।