মধুপুর, ২৪ ডিসেম্বর ২০১৪, আব্দুল্লাহ আবু এহসান : টাঙ্গাইলের মধুপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নয়জন নিহত এবং চারজন আহত হয়েছে।
আজ (বুধবার) দুপুরে মধুপুর পৌর এলাকার আশুরা গ্রামে ঢাকাগামী একটি ট্রাকের (ঢাকা মেট্রো ১৪-৫৯৬৩) সাথে উল্টোদিক থেকে আসা একটি টেম্পোর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে আটজন মারা যায়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যায়। নিহত তিনজন একই পরিবারের।
দুর্ঘটনায় আহত চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন মধুপুর উপজেলার গাংগাইর গ্রামের হাবিবুর রহমান (৫০), তার মেয়ে হেনা (৩০) ও নাতনি আয়শা (১২), রক্তিপাড়া গ্রামের দেলোয়ারের ছেলে সাদিকুল (৪), দেলোয়রের মা ফিরোজা (৫০), গাঙ্গাইরের টেম্পোচালক আবদুল কাদের (৬৫), নরকোনা গ্রামের বাসশ্রমিক আছর আলী (৪০) ও রক্তিপাড়ার চাটাই ব্যবসায়ী মজিবর (৫৫) এবং সাথী (৫)।
আহতরা হলেন জাহানারা বেগম (৪৫) এবং ফালানী বেগম (৩৫)। জাহানারা নিহত হাবিবুরের স্ত্রী। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত দুজনের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী আশুরা গ্রামের আবদুস ছাত্তার জানান, টেম্পো যাত্রীরা আত্মীয় বাড়িতে পিঠার খাওয়ার দাওয়াতে যাচ্ছিল।
এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। পুলিশ ট্রাকটি আটক করেছে। চালক পলাতক রয়েছে।
মধুপুর ফায়ার সার্ভিসের ও্য়্যার হাউজ ইন্সপেক্টর এসকে তুহিন জানান, দুর্ঘটনার খবর শুনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
দুর্ঘটনার পর এলাকাবাসী একঘণ্টা টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ করে রাখে।
উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সরোয়ার আলম খান আবু, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাবিব উল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা, ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন ।