পটুয়াখালী, ২৩ ডিসেম্বর ২০১৪, মোখলেছুর রহমান: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে পটুয়াখালীতে দুটি মানহানির মামলা হয়েছে। মামলা আমলে নিয়ে আদালত আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে তারেক রহমানকে আদালতে উপস্থিত হতে সমন জারি করেছেন।
মঙ্গলবার সকালে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক রাশেদ খান পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দুটি দায়ের করেন। মামলার আর্জিতে বাদীরা দাবি করেন, আওয়ামী লীগ সমর্থক হিসেবে নাসির উদ্দিনের ৫০০ কোটি টাকার এবং রাশেদ খানের ৭ কোটি টাকার ক্ষতি হয়েছে।
বিচারক মামলা দুটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেন। এসময় মামলা আমলে নিয়ে সমন জারি করার প্রতিবাদ জানান বিএনপি সমর্থক অইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি ওয়াহিদ সরওয়ার কালাম।