মধুপুর দুর্ঘটনা: আহত ৪ জনও মারা গেছেন

মধুপুর থেকে আবদুল্লাহ আবু এহসান: টাঙ্গাইলের মধুপুরে বুধবারের সড়ক দুর্ঘটনায় আহত চারজনও আজ (বৃহস্পতিবার) মারা গেছেন। এ নিয়ে মর্মান্তিক এ দুর্ঘটনায় নারী-শিশুসহ ১৩ জন মারা গেছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলোকদিয়ে ইউনিয়নের গাংগাইর গ্রামের হাবিবুরের স্ত্রী জাহানারা বেগম (৪৫), ইশা খাতুন (১০), ফালানি বেগম (৩৫) ও সামিউল হাসান (৭) মারা যান। হাবিবুরসহ তার পরিবারের চারজন মারা গেছেন এ দুর্ঘটনায়।