কিশোরগঞ্জ থেকে মোস্তফা কামাল: জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসিকে ‘রাজনৈতিক হত্যাকাণ্ড’ আখ্যা দিয়ে লিফলেট ছাপার দায়ে কিশোরগঞ্জে ছাপাখানার মালিকসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। ছাপাখানাটিও বন্ধ করে দেওয়া হয়। এসময় ১০ হাজার লিফলেট জব্দ করা হয়।
বুধবার অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদের নেতৃত্বে ছাপাখানায় অভিযান চালানো হয় বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেন।
অভিযানে নিউমার্কেট এলাকার কিশোর অফসেট প্রেস নামের ছাপাখানা সিলগালা করে দেওয়া হয়। এ ঘটনায় প্রেসের মালিক ও ‘দৈনিক সারাদিন’ পত্রিকার সম্পাদক কামরুল আনাম, ছাপাখানার কর্মী ইমরান, খোকন দে এবং বারিককে গ্রেফতার করা হয়। ‘কাদের মোল্লা স্মৃতি সংসদ’ নামে সংগঠনের উদ্যোগে লিফলেটটি ছাপা হচ্ছিল। তাদের সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।