শেরপুর থেকে এম. সুরুজ্জামান: আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্বের জের ধরে দোকান-পাট ভাংচুর এবং হামলার প্রতিবাদে আজ (২৭ ডিসেম্বর) দুপুরে শ্রীবরদী শহরের ব্যবসায়ীরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। কর্মসূচি চলাকালীন এক ঘণ্টা শহরের দোকান-পাট বন্ধ রাখা হয়।
শ্রীবরদী কাঁচা বাজার ব্যবসায়ী বহুমুখী সমিতি, শিল্প ও বণিক সমিতি, বহুমুখী শিল্প ও বণিক সমিতিসহ অন্যান্য ব্যবসায়ীরা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। ব্যবসায়ীরা সন্ত্রাসী হামলা ও ভাংচুর বন্ধ এবং দায়ীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
শ্রীবরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি এবং পৌরসভার মেয়র আব্দুল হাকিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, জহুরুল হক মুন্সি, শ্রীবরদী কাঁচা বাজার ব্যবসায়ী বহুমুখী সমিতির সভাপতি মো. কুরবান আলী, বহুমুখী শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি মো. আক্রাম হোসেন, ব্যবসায়ী আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা হামিদুর রহমান প্রমুখ।
আহবায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে শ্রীবরদী আওয়ামী লীগ দুই শিবিরে বিভক্ত হয়ে পড়ে। আধিপত্য বিস্তারের জন্য দু পক্ষই হামলা-পাল্টা হামলাসহ বিভিন্ন বিরোধে জড়িয়ে পড়ে। বৃহস্পতিবার রাতে দু গ্রুপের নেতাকর্মীরা রাম দা, চাইনিজ কুড়াল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। এসময় তারা দোকান-পাটে হামলা করে ও ভাংচুর চালায়। এসময় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা আতংকিত হয়ে বাজার ছেড়ে চলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে।