গভীর রাতে আগুনে পুড়ে গেছে ঝিনাইগাতীর ৭ দোকান

শেরপুর থেকে রেজাউল করিম: শুক্রবার গভীর রাতে ঝিনাইগাতীর সদর বাজারের এফ রহমান মার্কেটে আগুন লেগে সাতটি দোকান পুড়ে যায়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে একটি তুলার দোকানে আগুন লেগে তা মার্কেটে ছড়িয়ে পড়ে। দমকল বাহিনীর দুটি গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে।  ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- কম্পিউটার-মোবাইলের একটি পাইকারি দোকান, দুটি করে প্রসাধনী সামগ্রী ও কাপড়ের দোকান, একটি তুলার দোকান এবং একটি ডেকোরেটরের দোকান। এতে প্রায় এক কোটি টাকা ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।