কাউখালীতে থেকে রবিউল হাসান রবিন: মোসলেম আলী খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন আজ (২৭ ডিসেম্বর) পিরোজপুরের কাউখালীতে এসএসসি এবং দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী ৩০জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করেছে। ফাউন্ডেশনের কার্যালয়ে প্রাক্তন শিক্ষক আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন পপি, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, শিক্ষানুরাগী আবদুল লতিফ খসরু, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রিয়াজুল ইসলাম বাচ্চু প্রমুখ।