কলাপাড়া থেকে মিলন কর্মকার রাজু: মাত্র ছয় শতাংশ জমিতে ক্ষীরা লাগিয়েছেন কৃষক দম্পত্তি বাদশা হাওলাদার ও রুশিয়া। ক্ষেতজুড়ে ক্ষীরা আর হলুদ ফুল। সম্ভাব্য ফলন হিসাব করে আশাবাদী হয়েছিলেন তারা–ধার-দেনা শোধ করবেন। কিন্তু রাতের আঁধারে দুর্বত্তরা ক্ষীরা সব লতা কেটে দিয়েছে। এখানেই থেমে থাকেনি দুর্বৃত্তরা। বাদশাদের উঠোনে শুকানোর অপেক্ষায় থাকা নয় মণ ধানও চুরি করে নিয়েছে তারা।
পটুয়াখালীর কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের উত্তর চাকামইয়া গ্রামে শনিবার রাতে এ ঘটনা ঘটে।
বাদশা অভিযোগ করে বলেছেন, জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বারেক ও আফাজ নামের দুজন এই সর্বনাশ করেছে। তিনি বলেন, তার ক্ষেতের ১২০টি ফলন্ত ক্ষীরা গাছ কেটে ফেলা হয়েছে। এক সপ্তাহের মধ্যে তিনি ক্ষীরা বিক্রি শুরু করতে পারতেন তিনি।
রোববার সকালে বাদশা কিছু ক্ষীরা ও কাটা গাছের অংশবিশেষ নিয়ে কলাপাড়া শহরে আসেন বিচারের আশায়। চোখের জল ফেলে বিচার চাইলেন দুর্বত্তদের বিরুদ্ধে।
বারেক এ অভিযোগ অস্বীকার করেছেন।
কলাপাড়া থানার ওসি মো. আজিজুর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়ের করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।