কাউখালীতে গাঁজাসহ একজন গ্রেফতার

কাউখালী থেকে প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে অভিযান চালিয়ে মজিবর খান (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মজিবর (বাাঁয়ে)।
গ্রেফতারকৃত মজিবর (বাাঁয়ে)।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে উপজেলার পারসাতুরিয়া গ্রাম থেকে ওই মাদক বিক্রেতাকে আটক করে পুলিশ। মজিবরের স্বীকারোক্তি অনুযায়ী মজুদকৃত দেড় কেজি গাঁজা জব্দ করে পুলিশ। গ্রেফতারকৃত মজিবর পারসাতুরিয়া গ্রামের মৃত তোফাজ্জেল খানের ছেলে।

পুলিশ জানায়, পারসাতুরিয়া গ্রামের গোড়া খাল এলাকায় অভিযান চালিয়ে গাঁজা বিক্রিরত অবস্থায় মজিবরকে আটক করা হয়।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুলতান মাহামুদ জানান, গ্রেফতারকৃত মজিবর একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।