তীব্র শীতে দিনাজপুরে জনজীবন বিপর্যস্ত: ত্রাণ মন্ত্রণালয়ে জরুরি বার্তা

দিনাজপুর, ২৮ ডিসেম্বর ২০১৪, প্রতিনিধি: দিনাজপুরে শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শীতবস্ত্র চেয়ে জেলা প্রশাসন ত্রাণ মন্ত্রণালয়ে বার্তা পাঠিয়েছে।

গত চারদিন ধরে দিনাজপুরসহ উত্তরাঞ্চলের ৮টি জেলায় তীব্র শীতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ঘন কুয়াশার সাথে কনকনে বাতাসে দরিদ্র ও অসহায় মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। ঘন্টায় ১১০ কিলোমিটার বেগে বাতাসের কারণে শীতের মাত্রা প্রকট হচ্ছে।

শনিবার ৬০ হাজার পিস শীতবস্ত্র ও নগদ ৫ লাখ টাকা চেয়ে জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী ত্রাণ মন্ত্রনালয়ে জরুরি ফ্যাক্স বার্তা পাঠিয়েছেন।

শীত বস্ত্র বিতরণ

এদিকে শনিবার দিনাজপুরে ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সাব) অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।

শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. ফরিদুল ইসলাম, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মোছাদ্দেক হুসেন, বিএফএর কোষাধ্যক্ষ মো. আব্দুস সাত্তার, মো. ইয়াকুব আলী, মো. আনোয়ারুল হক, মো. মোজাম্মেল হক, মো. লিয়াকত আলী এবং বাফার গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ রানা প্রমুখ।

এছাড়া বিরল উপজেলার মাধববাটি গ্রামে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ঢাকার উত্তরাস্থ ক্ষুদ্র ও কুঠির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি)।